মাটির দূর্গা পূজা করে সবে
ফল মূল কতো সমাহার,
মানুষ দূর্গা মাটিতে লুটায়
কতদিন ধরে অনাহার।
পুতুলের মুখে দুধের বাটি
আলোর রোশনাই জ্বলে,
মানুষ দূর্গার বড় জ্বালা পেটে
চেয়ে থাকে ছল ছলে।
মূর্তির পিছে ফুর্তি কতো
বিপুল সমারোহ আয়োজন,
দিনকয় পরে আবার তারে
কাদা জলে দেয় বিসর্জন।
এ যেনো এক পুতুল খেলা
কচি খোকাদের কাল,
ধর্মই এখন অধর্মের মূল
বাড়ায় সমাজে জঞ্জাল।
মানুষে মানুষে ভেদাভেদ আছে
দেবতারও তাই দেখি,
উঁচু নিচু ছোট বড়
ভালো মন্দ টুকিটাকি।
আমরা যারা এসব মানিনা
আমরা নরকে যাবো,
নরক গিয়ে আমরা সকলে
আরেকটা স্বর্গ বানাবো।
যেখানে হবে মানুষ দেবতা
সব কিছুই আমাদের ,
আমরা রচিব আমাদের স্বর্গ
সব কিছুই হবে মানুষের।