স্বপ্ন দেখা দোষের কিছু নয়,
স্বপ্নেরা আসে চুপিচুপি—
ঘুমের কোলে, বা চোখের কোনায়,
নীরব কাঁপন জাগায় মনভূমি।
স্বপ্ন দেখা দোষের কিছু নয়,
তবু কেন থামে বুকের স্পন্দন?
শিরা-উপশিরায় তোলপাড় হয়,
যখন ভাঙে বাস্তবের কাঁটায় মন।
স্বপ্ন দেখা দোষের কিছু নয়,
তবু কেন আসে অশ্রু বেয়ে?
স্বপ্নেরা তো দিশারী দেয়,
পথের বাঁকে, আশার ছায়ায়।
তাই বলি— স্বপ্ন দেখা দোষের কিছু নয়,
স্বপ্নেরা থাকে অবাক পথে।
স্বপ্ন দেখো, হারানোর ভয় ছুঁড়ে—
এই জীবন চলে স্বপ্নেতে মোহে।