আকাশের বুকে অনেক কষ্ট
তাই প্রায়শই বৃষ্টি হয়ে কাঁদে,
এতো বিত্ত বৈভব তার
তবুও রিক্ত অবলা র মতো অসহায়।
মাঝে মাঝে ঝড় হয়ে গর্জে উঠলেও
কষ্ট টা কালো মেঘের আঁচলে আগলে রাখে,
বিমূর্ত হয়ে উঠলে চাঁদ তারা রা স্বপ্ন দেখায়
সান্ত্বনার আবহে হিমেল বাতাস বুলিয়ে দেয়।
সবুজ মাঠের সাথে তার অনন্তকালের সখ্যতা
ফসলে ফসলে মাঠ ভরে গেলে
গভীর রাতে মিষ্টি আলাপনে তারা মেতে উঠে,
নারকেল পাতায় যখন মৃদু সুর বাজে
মনে হয় জীবনের গান গেয়ে
খানিকটা ভুলে যায় দিবসের কষ্টের কথা।
আকাশটা দুঃখিনিই বটে এতটুকু সুখের সন্ধানে
উদাসীনির মতো ছুটে বেড়ায় সকল মেরুতে,
মাঝে মাঝে অতলান্ত সমুদ্রের কাছে জানতে চায়
কিন্তু - সেও তো আজন্ম সুখ খুঁজে খুঁজে বিরামহীন
ঢেউয়ে ঢেউয়ে উত্তাল হয়ে আছে।
আকাশ ও সমুদ্র যখন কাছাকাছি আসে
তখন একে অপরের মধ্যে ভাবের লেনাদেনা হয়,
কিন্তু, প্রেম বর্জিত সময়ের ঘড়ি ডেকে নিয়ে যায়
নিজস্ব আস্তানায়, জানান দেয়
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
পৃথিবীতে সুখ বলেও কিছু নেই।