পৃথিবী হারিয়ে গেল এক সন্ধ্যার আলোর মাঝে,
আকাশে ছড়ালো বিষণ্ণতার এক গভীর কুয়াশা।
সবুজ ঘাসের ওপর যে শিশির বিন্দু ঝলমল করতো,
সে যেন আজ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে নির্জনতায়।
নদীর ঢেউ থেমে গেছে, রূপালি জল আর ঝলমল করে না,
পাখিরা উড়ছে না আকাশে, সুর যেন নিঃশব্দ হয়ে গেছে।
শূন্যতা ছেয়ে গেছে গাছের পাতায় পাতায়,
সব কিছু যেন থমকে দাঁড়িয়েছে সময়ের পথ ধরে।
এই পৃথিবী কি হারিয়ে গেল সত্যি?
নাকি হারালো আমাদের স্বপ্নের ভিতরেই কোথাও?
আমরা কি তার পথে ফিরে যেতে পারবো আবার,
নাকি চিরতরে মিলিয়ে যাবে আমাদের হৃদয়ের আবেগের মতো?