নতুন আকাশ, নতুন আলো,
হৃদয় জুড়ে নতুন চাওয়া,
শূন্যতা পেরিয়ে দেখি পথ,
স্বপ্ন বুনে এগিয়ে চলা।
ভাঙা বিশ্বাস, ভাঙা মন,
জমে থাকা বিষাদের ছায়া,
সবাইকে পেরিয়ে এবার আমি
শান্তির পথে এগিয়ে যাই।
তরঙ্গ যেমন ছুটে যায় নদীতে,
বয়ে চলে অচেনা স্রোতে,
আমার মনে জাগে নতুন গান,
নতুন জীবন, নতুন প্রভাতে।
ভুলে যাওয়া স্মৃতি, পুরনো ক্ষত,
সাজিয়ে তুলি রঙিন সাজে,
নতুন পথে হাঁটি নির্ভয়ে,
আলোয় আলোয় মুছে যাক আঁধার।
সব শেষে যখন আসবে বিদায়,
তবুও থাকবে এই গানের সুর,
যে গান বলে—জীবন সুন্দর,
নতুনের মাঝে রবে অমর।