সময়ে রে অপবাদ দাও
দিতে পারো
যতো পারো দাও বেশী বেশী,
উলঙ্ঘনকে দাও রাজটিকা
নিষ্ঠুরতা র করাতে যতো পারো
খণ্ডিত করো
সংখ্যাহীন রাশিরাশি।
রাজনীতি দিয়ে
অপ রাজনীতি করো
নামাবলী দিয়ে গায়ে,
স্বর্গের সিঁড়ি উঠাও নামাও
আঘাত করো
যতো পারো সভ্যতার পায়ে।
প্রতিবাদ নেই
তাই বলেই তুমি
খর্গে যতোই শান দাওনা কেনো ,
রাজদন্ড তোমার
খণ্ডিত হবেই
অক্ষমতা ই ততো বাড়বে জেনো।