বিরহ অনলে পুড়িনু
হইনু অঙ্গার,
আশার ছলনে ভূলিনু
জীবন সংসার ।
হৃদয় ভরিনু যন্ত্রণা
অন্তর সঁপিনু,
ভগ্ন হৃদয়ে বিরহিনা
জীবনে আসিনু ।
যন্ত্রণা সাগর মাড়িয়ে
পাগল হইনু,
প্রেমের তোয়ার বিধায়ে
শূন্যতা করিনু ।
প্রভাত বেলায় ডাকিনু
বাহুডোরে বাঁধি,
বিকেল বেলা হারাইনু
এখনও কাঁদি ।
বিরহ যন্ত্রণা সুখের
একাকি সাঁধিনু,
অরণ্য রোধন দুঃখের
বাঁধিলাম বেনু ।