করোনায় আক্রান্ত হলে
থাকবে না কোন প্রিয়জন ।
সবাই যাবে দূরে চলে
স্বাস্থ্য কর্মী হবে আপনজন।।
চলছে যখন লকডাউন
করোনার ভয়ে বাড়িতে ।
স্বাস্থ্য কর্মীদের ডিউটি পালন
মানুষ থাকছে স্বস্তিতে।।
ধনি গরীবের নাই ভেদাভেদ
করোনায় আক্রান্ত হলে ।
করবে সবাই ব্যবচ্ছেদ
থাকবে দূরে তোমায় ভুলে ।।
নিদারুন দুঃখের মরণ জ্বালা
সইবে তুমি একা নিরালায় ।
আসবে যখন তোমার পালা
যাবে তুমিও একি ঠিকানায় ।।
প্রভু, এ কোন খেলা খেলছো তুমি
ধরনীর এইনা তাসের ঘরে ।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি আমি
একাকী, সবাই আছে দূরে ।।