এখানে দুর্যোগ আসে বারবার
কারে প্রাণ,
এখানে বর্গীরা আসে
কালো হাতে মৃত্যুর আহ্বান।

এখানে আসে খড়া আসে মহামারী
বারবার দুর্বৃত্তেরা দেয় হানা,
এখানে লুটেরা আসে
প্রতিনিয়ত করে দস্যুরা আনাগোনা।

এখানে মৃত্যুর পরোয়ানা হাতে যমদূত আসে
প্রাণ নিয়ে করে খেলা,
এখানে অসুরেরা আসে
রক্ত গঙ্গায় ভাসায় লাশের ভেলা।

এখানে মাটির বুকে শুয়ে আছে
মহামানুষের সারি,
এখানে সাধারণ মানুষেরা
বহুবার মোকাবিলা করেছে
অত্যাচারীর উদ্ধত তরবারী।

এখানে মানুষ হেসে হেসে গায়
মুক্তির জয়গান,
এখানে মানুষ দেশের পদতলে করে
আত্মবলিদান।

এখানের কবি কবিতা লিখে
রক্ত জলকরা ঘামে,
এখানে কলম
আপোষ করেনা সমঝোতার নামে।

এ আমার দেশ মুনি ঋষিদের
এ দেশ তিনশত ষাট আউলিয়ার ,
এ দেশ শিখিয়েছে সহিষ্ণুতা কারে কয়
এ দেশ সব চেয়ে সেরা সারা পৃথিবীর।

এখানে যতই দুর্যোগ আসুক
আমরা করিনা ভয়,
সংকট কালে আমরা সকলে
দেখিয়ে দেই মানবতা কারে কয়।

এ আমার দেশ ক্ষুদিরাম, ভাসানী
তিতুমীর আর শেখ মুজিবের,
এ দেশ শিখিয়েছে ভ্রাতৃত্বের বন্ধন
সম্ভবনার দুয়ার খোলা আমাদের।

এ আমার বাংলাদেশ মহামানবের দেশ
শান্তির বারতা মুখে,
মায়ের আঁচলের শীতল পরশ নিয়ে
আছি আমরা পরম সুখে।