বন্ধু যাবে আমার গায় ?
নিত্য যেথা ভোরের শিশির
পরশ দেবে পায়।
জোস্না রাতে শিউলি ফুল
যখন সুবাস ছড়ায়,
আমারা থাকবো তারি পাশে
পরম মমতায়।
যেথায় মানুষ হাসতে জানে
কষ্ট থাকে ভুলে,
যেথায় বধূ ঘোমটা মাথায়
কলসি ভরে জলে।
যেথায় পাখির গানের সুরে
ঘুম ভাঙাবে ভোরে,
যেথায় মানুষ তোমায় নেবে
অনেক আপন করে।
বন্ধু যাবে আমার গাঁয় ?
তুমি এলেই চড়বো দুজন
ছোট্টো ডিঙ্গি নায়।
নায়ে চড়ে তোমায় নিয়ে
যাবো কোথাও দূরে,
গান শুনাবে জলের কলতান
গোধূলিতে আসবো আবার ফিরে।
বিকেল হলে শুনবে বাঁশি
কেমন করে বাজে,
ষোড়শীরা ফিরবে ঘরে
আধো আধো লাজে।
পল্লীগীতি ভাটিয়ালি
মন কাড়ানো সুরে,
একবার এলেই ভুলবে নাকো
আসবে ফিরে ফিরে।
আমার গাঁ তো গাঁ নহে ভাই
স্বর্গ থেকেও ভালো,
সন্ধ্যারতী আযান শুনে
জোনাকি দেয় আলো।
আমরা হেথা দারুন আছি
দিন কেটে যাই সুখে,
সহজ সরল সকল মানুষ
হাসি মুখে মুখে।