চোর পালালে বুদ্ধি বাড়ে
জানে সর্বলোকে,
তবুও আমরা নই সচেতন
মরছি ধুকে ধুকে।
গোয়াল ঘরে চোর ঢুকে আজ
করলো চুরি গরু,
শূন্য গোয়াল রইলো পরে
কাঁদে এখন তরু।
তরুকে কতো শত বুদ্ধি দিলো
অনেক জনতা,
তবুও তরুর মন ভরে না
গুনে শুধু নামতা।
এক দুই তিন আরও চার পাঁচ
নেই তো গরু গোয়ালে,
যেন বাজ পড়লো তরুর মাথায়
রাতটা শুধু পোহালে।
তাই তো এবার পড়লো তালা
শূন্য গোয়াল ঘরে,
তরু শুধু হাহুতাশ করে বেড়ায়
দেখে বারে বারে ।