পথভ্রষ্ট পথিক তুমি একটু দাঁড়াও---
ঠিকানা বিহীন চলেছো,
পথ কি খুঁজে পেয়েছো অবশেষে,
অপেক্ষায় রয়েছি আমি, পথ দেখাতে
তোমার পথের শেষে ।
ভুল পথে কেটেছে তোমার জীবন---
পাওনি খুঁজে কোন পথ,
তবুও আসোনি একবারও পথের শেষে,
ছায়া হয়ে রয়েছি আমি, পথ দেখাতে
তোমার পথের শেষে ।
যতো দূরেই যাও না কেন তুমি---
জীবন থেকে পালিয়ে,
যাবেই তো পথ ধরে অথবা দিগন্তে মিশে,
সেখানেও দাঁড়িয়ে আমি, পথ দেখাতে
তোমার পথের শেষে ।
যে পথ হারাবে তুমি চলিবে একা---
পাবেনা কাউকে যখন,
হঠাৎ ই দেখবে পথের বাঁকে এক নিমিষে,
তোমার জন্যই থাকবো আমি, পথ দেখাতে
তোমার পথের শেষে ।
পথিক তুমি পথের শেষে যখন---
নিরাশার ছবি আঁকবে হৃদয়ে,
তখনই দেখবে অপলক চোখে পথিক বেশে,
হাজার দুয়ার খুলে আমি, পথ দেখাতে
তোমার পথের শেষে ।