আজ বাংলার আকাশে শকুনের বিচরণ
চারিদিকে কান্নার চিৎকার, আস্ফালন।
হই হই রই রই হঠাৎই বাধে সোরগোল
যাই হোক জনতা, মসনদে মশগুল ।।
সত্যকে মিথ্যার আড়াল করে ক্ষমতার দম্ভে
প্রাচীর গড়ে ওরা সমাজের প্রতিটি স্তম্ভে।
যেন পেয়ে যায় তারা অপার কোন শক্তি
আমরাও করি মাথানত করি অসিম ভক্তি ।।
শব্দহীন চিৎকারে অশ্রুঝরায় নিভৃতে গণতন্ত্র
কিছু ঘটে গেলে কিছু হয়ে গেলে পড়ি মূলমন্ত্র।
গণতন্ত্র কাদেঁ আজ দিবস রজনীতে রাজপথে
প্রতিবাদের গলা ধরি শোষণের কালোহাতে।।
ক্ষমতার দম্ভে মিথ্যা চলে বুক ফুলিয়ে
সত্য হয় নির্যাতিত মাটিতে পড়ে লুটিয়ে।
কাদেঁ আজ গণতন্ত্র নিভৃতে নির্জনে
হারিয়ে গেছে মুলমন্ত্র শকুনের বিচরণে ।।