নীল শাড়িটা
হারিয়ে গেছে
কোথায় কবে কোনখানে?
খুঁজে তারে
আজো পাইনি
পাবো কিনা কে জানে ?

ঝড়ের টানে
উড়ে গিয়ে
কোন সে আকাশ করলো নীল,
কে জানে তা
কে জানে গো
কার কপাটের খুললো খিল।

একটা শাড়ি
ছিলো আমার
নিত্য দেখা পেতাম তার,
কলসি কাকে
নদীর তীরে
এখন দেখা যায়না আর।

তার বিরহে
বাঁশের বাঁশি
আজো বাজে বটের ছায়,
ভাটিয়ালির
সুরে সুরে
নদীর ঢেউ নেচে যায়।

বাতাস আজো
রোজ বিকেলে
তার সে ছায়া যায় খুঁজে,
নীল শাড়িটা
যায়না দেখা
কুঁড়িয়ে নিলো কে যে।

এথা খুঁজি
হেথা খুঁজি
খুঁজি তারে সবখানে,
মনমানসী
নিঠুর এতই
কষ্ট সহি আনমনে।