মানবো না আর যদি ধর্ষিত হয় কোন নারী,
ছাড়া পেয়ে যায় যদি কোন নির্যাতন কারি।
যদি কোন হায়েনা ফেরায় লোভের চোখ,
প্রতিবাদে আমি জ্বলে উঠবোই
যা হবার তাই হোক ।
মানবো না আর অন্যায়, দূর্নীতি আর সন্ত্রাস,
লক্ষ প্রাণের দামে পবিত্র আমার বাংলাদেশ।
যদি খালি হয় আর কোন মায়ের বুক,
প্রতিবাদে আমি জ্বলে উঠবোই
যা হবার তাই হোক ।
মানবো না আর জুলুম, নির্যাতন আর নিপীড়ন,
চলে যায় যদি আর কোন প্রাণ কাঁদে অকারণ।
যদি অপরাধী কারো বুকে তাক করে বন্দুক,
প্রতিবাদে আমি জ্বলে উঠবোই
যা হবার তাই হোক ।
মানবো না আর স্বাধীনতা চাই ,স্বাধীনতা চাই ,
স্বাধীনতা আমার অধিকার স্বাধীনতা আর কই।
অপরাধীর ভয়ে যদি পালায় কেউ দিগবিদিক,
প্রতিবাদে আমি জ্বলে উঠবোই
যা হবার তাই হোক ।
মানবো না আর ঝরে পড়ে রাস্তায় কোন প্রাণ,
লজ্জায় অপমানে আর কারো জীবন বলিদান।
যদি হিংসায় কেউ কেড়ে নেয় কারো সুখ,
প্রতিবাদে আমি জ্বলে উঠবোই
যা হবার তাই হোক ।