সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা,
এখনো বাজায় কি সুরের ধারা?
যে সুরে হারিয়ে গিয়েছিলো সবাই,
সে সুর কি আজো বয়ে নিয়ে যায়?

নগরী জেগে থাকে রাতভর এখন,
স্মৃতির পথে বাঁশির সুরে নিঃশব্দ ক্রন্দন।
শূন্য গলিতে প্রতিধ্বনি সেই ধোঁয়াটে সুর,
যেখানে হারিয়ে গেছে পথ শত পথিকের।

বাঁশির সুরে যে রহস্যময় ডাকে,
অজানা পথে হারিয়ে যেতে বলে।
শূন্যতায় ডুবিয়ে সেই বাঁশিওয়ালা,
বসন্তের রাতেও আনমনে বেজে চলে।

মানুষগুলো আজও ব্যস্ততায় ভুলে থাকে,
তবু একাকী রাতের নিস্তব্ধতায়,
হয়তো কোথাও বাঁশির সুর বাজে,
সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালা ফিরে আসে।