আমি একজন কিংবদন্তির কথা বলছি-
যে মাটি ও মানুষের সাথে মিলেমিশে হয় একাকার।।
আলোর মশাল হাতে ভেংগে ফেলে নিমিষেই
শত্রুর উদ্ধত তলোয়ার।।
আমি একজন রাখাল রাজার কলছি-
চলনবিলের মাঝ থেকে গায়ে কাঁদাজল মেখে।।
যিনি উঠে এসেছিলেন পাঞ্জেরীর মতো
আমি সে নাম বুক পকেটে রেখেছি লিখে।।
আমি একজন অকুতোভয় বীরের কথা বলছি-
যে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশের তরে।।
ছিনিয়ে আনলো লাল সবুজের পতাকা
থাকবে তাঁর নাম ইতিহাসে থরে থরে।।
আমি একজন দেশ প্রেমিকের কথা বলছি-
যিনি বীরদর্পে ভেংগে বাধাঁর প্রাচীর।।
শত্রুর আস্তবল গুড়িয়ে দিয়ে উড়িয়ে নিশান
শ্রেষ্ঠ হয়েছেন বাংগালী জাতির।।
আমি একজন রাজনীতিবিদের কথা বলছি-
বারবার নির্বাচিত হয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন।।
কতোবার মুর্ছা গিয়েছেন বক্তৃতার মধ্যে
অনন্যতার চূড়ায় যিনি পৌঁছে গিয়েছেন।।
আমি সেই বীরের কথা বলছি-
মাননীয় এমপি আব্দুল কুদ্দুস মহোদয়।।
যার পদচারণায় ছিলো মুখরিত কতো ক্যাম্পাস।।
যিনি হয়েছেন অগণিত মানুষের সহায়।।
আমি একজন রূপকারের কথা বলছি-
অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত করেছেন কতো স্বাপনা।।
হে বীর সন্তান, হে অভিভাবক চলে গেলেন
না ফেরার দেশে, আমরা এখন তুমি হীনা।।