অপরাধী বলে
অপরাধ করিনি
আমি নিরপরাধী বটে ,
যাহা বলি
সত্যিই বলি
আদালতে অকপটে।

আচারে বিচারে
প্রমান সহকারে
উকিল বাবুদের যুক্তি,
নিরপরাধী লোক
সাজা পায়
অপরাধী পায় অনেক সময় মুক্তি।

কখনো উপহাসে
নির্ভয়ে বলে শোনো ভাই,
আইন বলো
কিতাব বলো
টাকার উপরে কিছু নাই।

টাকা দেখে যদি
কাঠের মূর্তি
সেও নাকি টাকা খেতে চায়,
টাকা যে কতো
স্বাদের জিনিস
সব কিছু ভুলাতে পারে মোহমায়ায়।

মহামুনি ঋষি
সাধু সন্ন্যাসীর
টাকাতে হয়না অরুচি,
দেব দেবী
বাদ পড়েনি
টাকাতে করে পাপী রে সূচি।