আকাশে অনেক মেঘ
দিশাহীন ঘুরিতেছে
খুঁজিতেছে কোন সে প্রেয়সী ,
এ বিশাল শুন্য আকাশে
ভেসে ভেসে
অনিবার দিবানিশি।
ক্লান্তি নেই
শ্রান্তি নেই
বিরামহীন পথ চলা ঠিকানা বিহীন ,
বেদনার পাহাড় ছুঁয়ে
ভ্রান্তির অস্পষ্ট স্বপ্ন সব
হয়েছে মলিন।
ওই যে অনন্ত আকাশ
অসীম নীলাভ রং
নীল হয়ে আছে বিরহের বিষে ,
অতৃপ্ত রহি রহি কাঁদে
কখোনো কুয়াশা
কখনো বৃষ্টি হয়ে
মাটিতে এসে মিশে ।
বুক ফাটে
মুখ ফুটেনা
কঠিন ব্রত অবলা নারীর ,
আকাশ ও নারী
এক হয়ে আছে
সমস্ত পৃথিবীর।
এক বুক যন্ত্রনা লয়ে
এ আকাশ বয়ে যায়
কষ্টের কঠিন পাথরের বোঝা ,
অনন্ত কাল ধরে
শেষ নেই পথ চলা
শেষ হয়না প্রেয়সীরে খোঁজা।