জীবন ছট্কু আহম্মেদের সংলাপ
আর তোজাম্মেল হক বকুলের কাহিনী নয়,
জীবন অনেক অনেক কঠিন
সুখ-দুঃখের মাঝামাঝি
এক অন্য রকম বিড়ম্বনা ।
শুধু অনুভব করা যায়
প্রকাশ করা যায় না ।
তবুও মাঝে মাঝে মাঝ রাতে
ঘুম ভেংগে যায়,
আকাশে রুপালী চাঁদের জ্যোস্না,
হাসনা হেনার মন মাতানো গন্ধ
নিশাচর পাখি
পথে কুকুড়ের একটানা আর্তনাদ,
মুখ দিয়ে বেড়িয়ে আসে
হৃদয়ের এলোমেলো কথা ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে ঘর থাকতো,
বাড়ি থাকতো, ভালোবাসার মানুষ থাকতো ।
তোমাকে এখনো ভূলতে পারিনা,
কতবার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে
নিজেকে শুধিয়েছি -
কিছু লাভ আছে মনে করে ।
তবুও সামলে রাখতে পারিনা নিজেকে
বাসে,ট্রামে,হলে,কড়িডোরে
নির্জনে, ব্যস্ততায়
শুধু তোমাকে খুঁজি, শুধু তোমাকে,
কেবল যেতে পারিনা
ঐ নিষিদ্ধ জনপদে
তুমি যেখানে থাকো ।
আমার জন্য সেখানে জারি আছে
অঘোষিত একশত চুয়াল্লিশ ধারা,
এই ধারা ভাংগার মতো
সামাজিক প্রতিষ্ঠা আমার নেই
তবুও তুমি এসো,
শুধু একবার, তুমি এসো ।