কতোদিন হলো-দেখা নেই তোমার
কেমন আছো, কোথায় আছো
প্রয়োজন নেই আর জানার,
তবুও তোমাকেই খুঁজছি ।
সেই যে স্কুল জীবনে
তোমাকে দেখতে পাবো বলে
কামাই হতো না কোনদিন
সবার আগেই চলে আসতাম
কতো না ছলে
হয়তো তুমি আসবে বলে ।
দৃষ্টির সীমানা ছাড়িয়ে ,
মনের অসীম শূন্যতায় হারিয়ে
তবুও তোমাকেই খুঁজছি ।
এভাবে কতোদিন আর কতোদিন
একা কি চলবো পথ সীমাহীন
জানি আর আসবে না তুমি
আমার চলার পথ সম্মুখে,
তার পরেও
তবুও তোমাকেই খুঁজছি ।
ভালো আছি যদিও
হয়তো বা ভালো থাকবো
মনের আঙিনার কোন এক পাশে
তোমার সৃতিটুকু রাখবো,
পাবো না জেনেও তোমাকে,
আশা হীন এ হৃদয়
তবুও তোমাকেই খুঁজছি ।
কেন জানি মনে হয়
আছো তুমি আমারী কাছাকাছি
গুমরে উঠে এ হৃদয় , করে চেঁচামেচি
তুমি ছাড়া আমি বলো,
কি নিয়ে বাঁচি
হারিয়ে ফেলেছি মাঝ পথে ,
আসবে না আর জানি
তবুও তোমাকেই খুঁজছি ।
মানে নাতো মন করে আনচান
যায় যদি যাক আমার প্রাণ
এখনো ভালোবাসি মনের অজান্তে
লুকোচুরি খেলে যাই ,
আমি নিজের সাথেই
তবুও তোমাকেই খুঁজছি ।