আকাশের ঐ সুন্দর বাঁকা চাঁদটাকে,
                         নৌকা বানিয়ে আমরা হেসে খেলে।
মেঘেদের সাথে ভেসে বাতাসটাকে,
                         সাঁতরিয়ে তারার দেশে যাবো চলে।


তোমাকে সঙ্গী করে নীল আকাশে,
                       হারিয়ে যাবো আজ দূর থেকে দূরে।
ভেসে যাবো মেঘের সাথে বাতাসে,
                       কতো মেঘেদের দল যাবে সরে সরে।


তারাদের সনে কবো কথা মন খুলে,
                    তুমি আমি দুজন মিলে সারারাত।
সারাদিন কেটে যাবে লুকোচুরি খেলে,
                   বেড়াবো ইচ্ছেমতো হাতে রেখে হাত।


স্বর্গ সুখে থাকবো দুজন চাঁদ দিবে পাহারা,
                      সারারাত মুখোখুখি বলবো কথা।
শত পাগলামী আর খুনসুঁটি হবো দিশেহারা,
                তারার দেশে হারিয়ে যাবো নেই ব্যকুলতা।