বসন্ত আসে, বুকের মধ্যে
এক অজানা ভালোবাসা নিয়ে,
বসন্ত অজানা ভালোলাগার অনুভূতি,
নিঃশব্দ কোমল হাহাকার ।
কতো সুন্দরীর চোখের জল,
কতো রূপসীর আলুথালু ক্রন্দন
কতো প্রেমিক প্রেমিকার চুম্বনের স্পর্শ ।
তবুও বসন্ত যৌবনে শিহরণ তোলে,
সুখের অসিম সীমাহীন সীমানায় ।
বসন্ত কতো কালের কতো অকথিত কাহিনী
অকথিত প্রেম , বিরহ আর বেদনা ।
কতো রক্তাক্ত হৃদয়ের হারানো প্রিয়ার
অকথিত উপাখ্যান ।
তবুও বসন্ত আসে, বেহেস্তের সৌরভ হয়ে
স্বর্গের সু-গন্ধ নিয়ে,
সমস্ত সু-ঘ্রান ,সৌন্দর্য রূপ আর ভালোবাসা নিয়ে ।
বসন্ত আসে শারীরিক শরীরহীনা,
নগ্নতা -আবৃতা হয়ে ।
দুই চোখ ভাসিয়ে দেয় জলে,
মোহিত করে উন্মাতাল করে
যৌবন ছড়িয়ে দেয় প্রতিটি প্রাণ থেকে প্রাণান্তরে ।
অনন্ত ভালোবাসার নাম বসন্ত,
অনন্ত কবিতার নাম বসন্ত
দেবলোক থেকে স্বপ্ন জগৎ বসন্ত ,
জীবনের সত্য পরিপূর্ণতার নাম বসন্ত
কেন নয় সে ঋতুরাণী !
যে এতো অপরূপা লাস্যময়ী অনিন্দ সুন্দরী
উচ্ছ্বসিত উদ্বেল এতো পুস্পবিথীকা
এতো ভালোবাসা এতো ঔদার্য
এতো প্রেম এতো সখ্য এতো বন্ধুত্ব
এতো সহচরি সেই তো---।
বসন্ত আমার প্রথম প্রেরণা প্রথম ভালোবাসা,
আমার ভিতর বাহির,
আমার মেঘমহলের সন্ধ্যা প্রদীপ ।
বসন্ত আমার প্রথম যৌবন, শেষের কবিতা
আমার প্রিয়তমা আমার সুন্দরীতমা
আমার সুখ -দুঃখ ভালোবাসার শব্দ নৈশব্দ ।