শিউলীর মুখে হাসি, সেবা তার ব্রত,  
প্রাথমিক স্বাস্থ্যে সেবায় সকলের মিত্র।  
অফিসে তার নাম, সবার মুখে ঘুরে,  
শিউলীর সেবায় মুগ্ধ চিত্তে ফেরে।
  
সে সবার প্রিয়, আপন করে নেয়,  
সুখ-দুঃখের সাথী, পাশে সে রয়।  
স্বাস্থ্য সেবায় তার অনন্য দৃষ্টি,  
তার কাছে সবাই আশীর্বাদের বৃষ্টি।  

সে সুপরিচিত, সবাই তাকে চেনে,  
তার কাছে আসলে শান্তি ভরে মনে।  
শিউলীর ছোঁয়ায় সুস্থতার ছোঁয়া,  
অফিসের প্রাণ সে, আছে সবার দোয়া।
  
শিউলী শুধু নাম নয়, এক মমতার ধারা,  
সবার হৃদয়ে তার ভালোবাসার সাড়া।  
প্রাথমিক স্বাস্থ্য সেবা, তার হাতের কর্ম,  
সবাইকে করে আলোকিত সেবা তার ধর্ম।