শিউলী,
তোর সৌরভে মোড়া জীবনের প্রতিটি ক্ষণ।
তুই দূরে থেকেও আমার মনের
প্রতিটি কোণায় তোর ছোঁয়া অনুভব করি।        
তোর সেই মিষ্টি গন্ধ
বাতাসের সঙ্গে ভেসে এসে
যেন আমার সব স্মৃতির জানালা খুলে দেয়।    
তোর ফুল ঝরার মুহূর্তগুলো,
যেন আমার হৃদয়ের নীরব কল্পনার স্বরলিপি।

প্রতিদিনের ক্লান্তি, জীবনের দুঃখ-কষ্ট—      
সবকিছুই যেন তোর
কোমলতার ছোঁয়ায় ধুয়ে যায়।
তুই যেন আমার মনের মণিকোঠার
সেই চিরন্তন ভালোবাসা,
যা সময়ের সঙ্গে হারিয়ে যায় না।
তোর অস্তিত্ব নেই চারপাশে,
তবুও তুই আছিস আমার মনের গভীরে,
অনুভূতিতে বাঁধা হয়ে।
তুই যখন ঝরে পড়িস,
তোর প্রতিটি পাপড়ি যেন আমাকে
মনে করিয়ে দেয় জীবনের নশ্বরতাকে,
তবুও তুই যেন আমাকে ভালোবাসার
এক নিত্যনতুন অনুভূতি দিস।
তোর স্পর্শ পাইনি কখনো,
তবুও তুই আমার হৃদয়ে
এক গভীর জায়গা দখল করে আছিস,
যেমন এক চিরন্তন সঙ্গী।

শিউলী,
তুই থাকবে আমার জীবনে চিরকাল।
তোর স্মৃতি, তোর মিষ্টি সৌরভ—
সবই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসার নিভৃত উপহার।