ডায়েরির পাতায় শিউলী ফোটে,
ঝরে পড়ে নীরব ক্ষণে।
স্মৃতির ভেলায় ভাসে মন,
যেন রাত্রির প্রহরে অচেনা কোন।

শিউলীর গন্ধে ভরে যায় বুক,
মনে পড়ে হারানো দিনের সুখ।
শিশির ভেজা পথে হেঁটে যাওয়া,
প্রেমের আভাসে মুগ্ধ হওয়া।

তুমি ছিলে আমার শিউলীর ফুল,
জীবনের আকাশে আলো আর মুকুল।
আজও সেই পাতায় আঁকি তোমার নাম,
নীরব সন্ধ্যায় ছুঁয়ে যায় ঘুমের ঘ্রাণ।

ডায়েরির পাতায় শিউলী ঝরে,
তোমার স্মৃতিতে মুগ্ধ মন ভরে।
অতীতের পথেই বাঁচে এই জীবন,
শিউলীর মায়ায় লেখা স্বপ্নের সময়।