শিউলী ছড়ানো পথে হেঁটে যাবো আজ,
মনে বাজবে স্মৃতির গান, একান্ত অনুরাগ।
প্রভাতী শিশিরের মতো স্নিগ্ধতা বুকে,
প্রতিটি পলে পলে সজল চোখের সুখে।
হাওয়ায় ভেসে আসা ফুলের মিষ্টি ঘ্রাণ,
মনে করিয়ে দেয় সেদিনের সব গান।
যখন আমরা একসাথে হেঁটেছিলাম পথ,
শিউলীর গন্ধে ভরেছিলো জীবনরত।
পাতার ফাঁকে রোদ্দুরের কিরণ তলে,
তোমার হাসির মতো আলোকিত ছিলো প্রতিটি নিলে।
আজ সেই পথেই হেঁটে যাবো একা,
তোমার স্মৃতির জোয়ারে ভাসবো যতটা।
শিউলী ছড়ানো পথে খুঁজে পাবো তোমার ছায়া,
যেন তুমি এখনও আছো পাশে, নেই কোনো দুঃখের মায়া।
শিউলী ফুলের রঙে রাঙিয়ে নেবো মন,
তোমার স্মৃতির পথে আজও থেমে আছে জীবন।