শিউলী, তোমার ফুটফুটে পাঁপড়িতে
তিমির আঁধারে জেগে থাকা কত গান,
নিভৃতে কানে কানে বলে, শোনো,
সেই কথাগুলো, ভাঙ্গো অভিমান।
শিশিরে তোমার গন্ধমাখা পাপড়ি
অলস হাওয়ায় ডানা মেলে ভাসে,
তবু সেই কথা, হৃদয়ে গোপন
তোমার কাছে পৌঁছায় না বাতাসে।
শিউলী, তুমি কি জানো সেই ব্যথা?
যে কথা বলা হয়নি কোনোদিন,
চুপিচুপি আসে, সন্ধ্যা বা প্রাতে
তোমার কিনারে পৌঁছায় নিশিদিন।
শিউলী শোনেনি, শুনবেও না আর
অশ্রু জমা কথার মেলবন্ধনে,
তুমি জানলেও কবে শুনবে তা
যে কথা হৃদয়ের গভীরতর গহীনে।