আবার দেখা হবে, পথে- প্রান্তরে
কোলাহল, ব্যস্ততায় আর ভীরে।
তেমার চলে যাওয়া প্রচন্ড দ্রুততায়
আমাকে দেখে চোখ ফিরিয়ে ঘৃণায়।
আবার দেখা হবে, নির্জনে, পার্কে
অন্য কোথাও, কোন নূতন সম্পর্কে।
তোমার মুখ ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি
তখন শূণ্যতায় নামে বেদনার বৃষ্টি।
আবার দেখা হবে, বাসে, ট্রেনে,
গল্পে,একান্তে, কোন কারণে অকারণে।
অথবা ব্যস্ততায় হেঁটে যাওয়া দূরে
আমাকে দেখেই হারিয়ে যাওয়া ভীরে।
আবার দেখা হবে, বৈশাখী মেলায়
উল্লাসে মাখামাখি রঙের খেলায়।
নিত্য পাশ কাটিয়ে চলে যাওয়া
দিয়ে শুধু ,শরীরের সুগন্ধ হাওয়া।
আবার দেখা হবে, সাঁঝ বেলায়
নাটকের অভিনয়ের কোন ভঙিমায়।
ছলনায় সুখের নেশায় ঘুমের ঘোরে
অভিমানে, অন্ধকারের বুক চিরে।
আবার দেখা হবে, স্বপ্নে, কল্পনায়
তোমাকে ছুঁয়ে যাওয়া বৃষ্টির কণায়।
আমার বিরহ বেদনায় একাকিত্বে
ছলনায়, তোমার অহংকারী চিত্তে।