নানা রঙের পসরা সাজিয়ে
বসেছে বিজ্ঞান মেলা,
স্বপ্নের সাথে জ্ঞানের বাঁধন
মিশিয়েছে নতুন খেলা।
ছোট্ট ছেলেটি হাতে ধরে
একটা রোবট বানায়,
মেয়েটি ভাবে, কীভাবে যেন
চাঁদের খবর আনায়।
সূর্যের আলোয় বিদ্যুৎ জাগে,
পানিতে চলে গাড়ি,
জীবনের পথে খুঁজে চলে
বিজ্ঞান নতুন দ্বারই।
নক্ষত্র-ছোঁয়া স্বপ্ন নিয়ে
সবাই মেতে আছি,
জিজ্ঞাসা আর জ্ঞানের নেশায়
আমরা এগিয়ে যাচ্ছি।
বিজ্ঞান মেলা, এগিয়ে যাও,
আনো আরও আলো,
তোমার সাথে বোনা স্বপ্নে
হোক পৃথিবী ভালো।