রক্তে রাঙা প্রভাত ফোটে,
তবু তোমাদের নাম লেখা হয় না আলোয়।
শীতল বাতাসে তোমাদের শ্বাসের গন্ধ,
তবু বাঁচে না স্মৃতি—ধুলোয় ধুলোয়।
তোমাদের আত্মার করুণ সুরে,
মাটি আজো ভারী হয়ে থাকে।
তোমরা যারা সত্যের পতাকা,
তোমাদের ছায়ায় স্বাধীনতা ম্লান হয় না।
পৃথিবী থমকে দাঁড়ায়,
১৪ ডিসেম্বর তোমাদের কথা ভেবে।
তোমাদের ত্যাগে জাগে আমাদের জাতি,
তোমাদের গল্পে বাঁধা হয়েছে ইতিহাসের রথ।
পৃথিবীর যত অশ্রু জমে,
তোমাদের জন্য তত ফুল ফোটে।
তোমাদের রক্তে লেখা স্বাধীনতার পত্র,
তোমরা অমর—শহীদ, অনন্ত চিরন্তন।