মনা এবার করলো বিয়ে
জেলা নোয়াখালী,
বউটা তার লাগেনা ভালো
ভাল লাগে শালী।
শালীকে ছাড়া মন বসেনা
ঘুরে দিন রাত,
বউটা মনার বেজায় রাগি
খায়নিকো ভাত।
মনা এবার চললো মেলায়
সাথে নিয়ে শালী,
মনার মনে খুশির বন্যা
বউ দিচ্ছে গালী।
কেনাকাটা আর ঘুরে ঘুরে
মনা এলো বাড়ি,
রান্নাঘর থেকে এলো বউ
হাতে পাকা লড়ি।
মনা এবার যাবে কোথায়
কি এনেছো তুমি,
একটা শাড়ি না পাই যদি
ছেড়ে দিবো আমি।