রাত পোহালেই সকাল
দুঃস্বপ্নের রাত শেষ হয়না,
কষ্টের ক্ষত নিয়ে বুকে
আজো অশ্রু ঝরে
ঝরে হৃদয় বিদীর্ণ কান্না।
এখনো আস্ফালন করে
দেশদ্রোহী রা অট্টহাসিতে ফেটে পড়ে
করে নগ্ন উল্লাস,
সত্যকে আড়াল করে
গড়ে মিথ্যার মহা প্রাসাদ
পায়ের তলে পিষ্ট করে অগণিত লাস।
আমার দেশের পতাকা
এনে দিলো যারা
সবুজের মাঝে লাল,
জাতির শ্রেষ্ঠ সন্তান তারা
রাত পোহালেই দেখি
পাই নব জীবনের নতুন সকাল।
চারিদিকে ওঁৎ পেতে
এখনো আছে হায়েনার দল
কেড়ে নিতে প্রাণ,
শত ভয় মাড়িয়ে জীর্ণতা পেরিয়ে
এগিয়ে যাবার নিয়েছি শপথ
গাইবো জীবন জয়ের গান।
এ আমার দেশ বাংলাদেশ
আমার পূর্ব পুরুষ
দেখিয়েছে বিজয় কারে কয়,
আমি তার উত্তরসূরী
এগিয়ে যাবার পেয়েছি ছাড়পত্র
কাপুরুষ হতে নয়।
আকাশ বাতাস সাক্ষী রবে
হবে ইতিহাস
বয়ে নিয়ে যাবে মহাকাল,
এ আমার পতাকা এ আমার দেশ
উড়বে ই চিরদিন
সবুজের মাঝে লাল।