টিনের চালে ছন্দ তালে
বৃষ্টি পড়ে রিমঝিম,
শীতের ছলে কাঁথার তলে
অনুভূতি হিম হিম।
কাঁথার তলে আমরা দুজন
সারাক্ষণ একসাথে,
সুরের তালে বৃষ্টির ছন্দে
একাকার এই রাতে।
কাঁথার তলে শীতের ছোঁয়া
ভালোবাসার পরশ,
অনন্য অনুভূতির স্পন্দিত
প্রাণের মুগ্ধ সরশ।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
হিম হিম অনুভূতি,
তুমি আছো বলে সারাবেলা
ভাবনায় কত স্মৃতি।
টিনের চালে বৃষ্টির ছন্দ
প্রাণে লাগে দোলা,
এমন মধুর মাধুরী ক্ষন
যায় কি গো ভোলা।