ও মেয়ে সঙ্গী হবি ?
চাঁদে যাবো তুই কি যাবি ?
ফুলপরীও বলছে যাবে
তুই যদি যাস মজা হবে
অনেক মজা ,
গেলে তোকে করবো রানী
চাঁদের বুড়ি মুকুট খানি
আমার মাথায় পরিয়ে দিয়ে
বলবে দেখিস আমি হলাম
চাঁদের রাজা।
ও মেয়ে তুই যদি যাস
আমার সাথে
চাঁদের রানী তুই ই হবি,
হিরে মানিক সবই দেবো
সাথে বিশাল চাঁদ ও পাবি।
এই পৃথিবীর বেবাক লোকে
থাকবে চেয়ে অবাক চোখে
চাঁদের দেশে তুই যে রানী,
নিত্য যখন সকাল হবে
ফুলপরীরা দাঁড়িয়ে রবে
হাতে নিয়ে
হাজার ফুলের মালা খানি।
আমি তখন সিংহাসনে
সিংহদুয়ার একটু টেনে
বলবো কথা চুপি চুপি
চাঁদের বুড়ির কানে কানে,
আমার রাণীর রূপটি জানো
তফাৎ কোথাও নেই যে কোনো
খুব মিলেছে তোমার সনে।
চাঁদের বুড়ি মুচকি হেসে
চিমটি গালে দিয়ে কশে
বলবে তাতে কী আসে যায় ,
আমি না হয় একটু বুড়ি
হবেনা কিন্তু ছাড়াছাড়ি
রানী যতই সুন্দরী হউক
মিলেমিশে থাকবো কিন্তু
আমরা দু জনায়।