ঘুমটা আমার ভেঙে গেলো,
ফোনের রিং টোনে,
বন্ধু আমার বললো আমায়,
বুঝো কি প্রেম মানে।
তোমার আশায় থাকলাম
ফোনটা হাতে নিয়ে,
ওপাশ থেকে বললো আমায়
করবে নাকি বিয়ে ।
প্রেম হলো না বিয়ে হলো না
পেলাম ফোনে কল,
ফোনটা এসে ঘুম ভাঙলো
একি! মিথ্যা ছল।
হুমকি ধামকি সবই দিলো
হলো নাতো কাজ,
গুমের কথা শুনে আমার
হাসি পায় আজ।
তবুও তো ফোনের জ্বালায়
ভাঙলো সাধের ঘুম,
ওপাশ থেকে বললো এবার
করবো তোমায় চুম।