রহমত শেষে মাগফিরাত এসে
অধমের কানে কয়,
পাপরাশি পিষে বিজয় বেশে
নাজাতটা যেন হয়।
রোযা নামাজ পড়বো সবাই
আল্লাহ্ নামটি নিয়ে,
সঠিক মতো নিয়্যত করে শুরু
ফজর নামাজ দিয়ে।
মাগফিরাত করে নাজাত ধরি
আল্লাহর পথে চলি,
দিনরাত ইবাদত করি অন্তরে
আল্লাহ্ নামটি বলি।
সৃষ্টির স্রষ্ঠা হলো আল্লাহ তায়ালা
সবার সাথেই আছে,
তার দয়াতে আমরা সবাই সবার
নইলে সবই মিছে।
নাজাতের আশা পাপরাশি মোছনে
করছি খোদা ফরিয়াদ,
পাপ হতে মুক্তি দিয়ে আশা আমার
পূর্ণ করে মিটাও তুমি সাধ।