হুশিয়ার সাবধান, এবার হবেই জনতার জয়,
পালাও এবার জনতার শত্রুরা, নেই আর ভয়।
সন্ত্রাস দিয়ে জিম্মি করেছো আজ পৃথিবীটা ,
পিতার কাঁধে দেখি, সোনার ছেলের লাশটা।
মায়ের চোখে বাবার চোখে জমেছে দীর্ঘশ্বাস,
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীভৎস লাশ।
অন্যায় অবিচার দূর্নীতি করে খাচ্ছো দেশ লুটে,
জনতার চাওয়াটাকে দুমরে মুচরে নিজের মুঠে।
এভাবে আর চলবে না, নেই কি তোমাদের লাজ,
আসছে জনতার মিছিল জয় হবেই হবে আজ।
জনতার কথা আজ বলবে রাঙিয়ো না দুচোখ,
অন্ধকার ঠেলে আলোর মিছিলে পেতেছে বুক।
জনতার জয় হবে, যতই দাও মিথ্যার মহাদেয়াল,
ভেঙে চুরমার আনিবে নব সূর্য আগামীর সকাল।
বন্ধ করো বন্ধ করো, জনতাকে নিয়ে এই খেলা,
শেষ হয়েছে সময় অস্ত গিয়েছে তোমার বেলা।
জনতার হাতে বিজয়ের নিশান উড়বে চিরকাল,
কেটে যাবে আঁধার কালো সরে যাবে জঞ্জাল।
হুশিয়ার সাবধান, এবার হবেই জনতার জয়,
পালাও জনতার শত্রুরা, ইতিহাস কথা কয়।