মা- বাবাকে রাখবো খুশি
মানবো তাদের কথা,
বলায় চলায় তাদের মনে
দিব নাকো ব্যথা।
তারাই হলো গুরুজন
এই দুনিয়ার পরে,
তাদের চরণ ধরিলে
শান্তিও পাবে মরে।
বাবা মায়ের মতো কেউ
এই দুনিয়ায় নাই,
তারা হলো ছায়ার মতো
বেহেস্ত খুঁজে পাই।
মা- বাবাকে কষ্ট দিলে
কষ্ট পাবে তুমি,
সুখ পাবেনা এই ভুবনে
তাদের চরণ চুমি।
বলায় চলায় তাদের মনে
ব্যথা দিলে ভাই,
পস্তাতে হবে সারাজীবন
কোরআন বলে তাই।