তোমার শুভ এই জন্ম দিনে
আমাদের দোলা লাগিল মনে।
শুভেচ্ছা আর শুভ কামনা
দিলাম তোমায়, এইটুকু মোদের শান্তনা।
প্রতি বছর যেন ফিরে আসে
জন্ম দিন তোমায় ভালোবেসে।
তুমি থাকবে সবার ভালোবাসায়
আমাদের মাঝে, জন্ম দিন সে গান শুনায়।
তোমার শুভ জন্ম দিন হোক সুন্দর
শুভ হোক, অনাবিল আর নিরন্তর।
অপার ভালোবাসা, করি আর্শিবাদ
তুমি মধ্যে মনি আকাশের চাঁদ।
তোমার শুভ জন্ম দিনে শুভ ক্ষণে
জানাই অভিবাদন, কত গানে গানে।
ভেসে যায় আনন্দের বন্যা চারিদিকে
তোমারই জয়ধ্বনি, যেন আজ দিকে দিকে।
তোমার জন্ম দিনে দিলাম ছোট্ট উপহার
তুমি হবে জগৎ জোড়া, সৃষ্টি বিধাতার।
মানুষের হৃদয়ে তুমি থাকবে বেঁচে
অনন্তকাল, ভালবাসবে বিশ্ব নেচে নেচে।