বন্ধু-
ঐ যে ডাকে আজিকে আমায়
সময়ের স্রোতে মহাকাল
যেতে হবে বহুদূর,
বাঁধা যতো সব মাড়িয়ে
সব নিয়মের হিসেব ছিন্ন করে
বাজুক না আজ বিরহের সুর।
এতোদিন সকলি ছিলেম ভুলে
কান্নার জল চেপে ছল করে
হাসিয়াছি কতো না মৃদুস্বরে,
তোমাদের সাথে আর বলিবো না কথা
হয়তো হবে না আর গান গাওয়া
কখনো এই জীর্ণ কুঠিরে,
বন্ধু-
ছেড়ে যেতে হবে,
অনিবার্য এ প্রস্থান
টিকটিক শব্দে ডেকে চলিয়াছে
সময়ের আহ্বান,
আমি অবস্থান পরিবর্ত নে
কষ্টের নীলাচলে দিয়েছি সাঁতার
মৃত্যু রে করিয়াছি মহীয়ান।
চলার পথ বন্ধুর-
হারিয়ে যায় সম্ভাবনা,
স্বপ্ন,আশা অকথিত উপাখ্যান
হৃদয় বিদীর্ণ কান্না,
দাওয়ায় বসে বিহঙ্গের
নিরন্তর উড়ে চলা দেখিয়াছি
অজান্তে মনেরই কোনে
যাবার বেলায়
কতো আল্পনা আাঁকায়েছি
করেছি কতো কল্পনা।