হে যুবক, দাঁড়াও এক মুহূর্ত,
কোথায় ছুটছো তুমি এই পৃথিবীর প্রান্ত?
নক্ষত্রের আলো কি তোমায় ডাকে?
নাকি স্বপ্নগুলো সব ভাঙছে গোপনে,
তবু তুমিই এগিয়ে চলছো অদম্য সাহসে।
তোমার চোখে কি এখনও স্পন্দিত স্বপ্ন?
নাকি ক্লান্তি লুকিয়ে আছে ভেতরের কোণে?
তোমার পায়ের তলায় মাটি শক্ত,
তবু মনে হয়, যেন ঝড়ের সাথে পাল্লা দিচ্ছ।
তোমার হাত দু'খানি কি শক্তিময়?
নাকি বেদনাগুলো আঁকড়ে ধরেছে চুপিসারে?
হে যুবক, জেনে রেখো,
পৃথিবীর সব অন্ধকারও তোমার দীপ জ্বালাবে,
তোমার প্রতিটি পদক্ষেপে সৃষ্টি হবে নতুন আলো।
তোমার বুকের ভেতর যে আগুন জ্বলে,
সেই আগুনেই একদিন গড়ে উঠবে স্বপ্নের নগরী।
তোমার ভাঙা-গড়া, হারা-জেতা
সবই একদিন ইতিহাসের পাতা হবে।
তাই দাঁড়াও না!
এগিয়ে যাও, আলোর পথে,
তোমার গল্পটাই হবে আগামী প্রজন্মের প্রেরণা।
হে যুবক, তুমি হারিয়ে যেতে পারো না!