আমি বলতে চাইনা রাষ্ট আর রাজনীতি,
বলতে চাইনা দ্রব্য মুল্য কিংবা দূর্নিতি।
দেশের প্রতিটি কনায় কনায় দুষ্ট মানুষ,
হাত পেতে বসে আছে টাকা নিতে ঘুষ।
কোন অফিসে গেলে কোন পাবলিক,
বলির পাঁঠা হতে হয় নাই দিকবিদিক।
আমি বলতে চাইনা বিচার কিংবা অধিকার,
জন্ম যেন আজন্ম পাপ কি আছে করার।
ছোট চোর বড় চোর ছেয়ে গেছে দেশটা,
কি হচ্ছে না আজ রডের বদলে বাঁশটা।
চোরের মায়ের বড় গলা প্রবাদে আছে,
তাই আজ গোঁফে তেল কাঁঠাল ঝুলে গাছে।
আমি বলতে চাইনা জীবিকা আর জীবন,
অসহায়ত্ব আজ সয়ে যাই আসবে সুদিন।
মেনে নিতে নিতে এমন হয়েছে যেন রীতি,
ধুপের মতো জ্বলছি এই কি দেশের কীর্তি।
নাভিশ্বাস আজ চারিদিকে করছে কোলাহল,
অট্টহাসিতে ফেটে পড়ে ঐ লুটেরাদের দল।