প্রভাতের আলোয় তুমি, অন্ধকারের দিশারী,
নারী জাগরণের দীপ্তিময় আলোকধারী।
অবলা নয়, তুমি বলিষ্ঠ কণ্ঠের প্রতিধ্বনি,
সমতার স্বপ্নে জ্বালালে নব দীপশিখা ঋণী।
তোমার কলমে জাগল নারীর অধিকার,
শিক্ষার আলোয় তুমি ভাঙালে আঁধার।
'সুলতানার স্বপ্নে' তুমি গড়েছ যে ছবি,
সেই স্বপ্ন আজও দেয় বাঁচার আশার কণ্ঠরবি।
তোমার সাহসে শিখেছি প্রতিবাদের ভাষা,
মানবতার মুক্তিতে তুমি দেখালে আশা।
সমাজের শিকল ভেঙে দেখালে পথ,
তুমি চিরদিন বেঁচে থাকবে মননের শত।
মহীয়সী নারী, তুমি বাংলার গর্ব,
তোমার আদর্শে জীবন হয় সমৃদ্ধ ও সমর্থ।
রোকেয়া সাখাওয়াত, তুমি চির অমর,
তোমার নামেই লেখা মানবতার উত্তরাধিকার।