সবুজ শ্যামল সুন্দর পরিবেশের কোলে,
শিক্ষার আলোয় জাগে প্রাণ স্নিগ্ধ সকালে।
কাছিকাটা বাজার সংলগ্ন মনোরম জায়গায়,
স্থাপিত এন.এইচ.টি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়।

পাখির কোলাহলে জাতীয় সংগীতের গানে,
মুখরিত হয় স্কুল মাঠ শিক্ষার্থীদের পদচারণে।
স্নিগ্ধতায় আর নিবিড় মমতায় গড়া বিদ্যালয়,
জ্ঞানের প্রদীপ জ্বলে শিক্ষকের মুগ্ধ ছোঁয়ায়।

স্যারেদের তীক্ষ্ণ দৃষ্টি সুনিপুণ দক্ষতায় ভরা,
সৃজনশীলতায় গড়ে ওঠেছে নব শিক্ষার্থীরা।
শিক্ষকের হাতে গড়া নবীন প্রাণ স্বপ্ন পায় ,
সকাল থেকে বিকাল থাকে যত্নের ধারায়।

ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত আঙিনা,
শিক্ষার আলোয় ছড়ানো সাফল্যের সীমানা।
এখানে শিক্ষায় গড়ে ওঠে জীবনের জয়গান,
এন.এইচ.টি বিজ্ঞান উচ্চ বিদ্যালয় তাই মহান।

জ্ঞানচর্চায় ভরে উঠুক প্রতিটি স্বপ্নের আশ্রয়,
তুমি এসো, এ বিদ্যালয় হবে গর্বের পরিচয়।