তোমরা লিখিও
ছন্দ কথা
আমি ধরেছি গদ্য,
ক্ষুধার্তের কথা
লিখে যাই আমি
তোমরা লিখিও পদ্য।
আমার কথায়
রস নেই মোটেও
আখের ছোবড়া যেমন,
নিমের পাতায়
স্বাদ খুঁজি আমি
পিঁপড়েও খুঁজেনা তেমন।
তোমরা যারা
গুড়ের মাছি
মিষ্টিটা বেশী ভালোবাসো,
পরিযায়ী পাখির মতো
সুযোগ সন্ধানী
অনেক দূর থেকে উড়ে আসো।
আমি কিন্তু
আমাতেই থাকি
মানুষের খুব কাছাকাছি,
আমি কিন্তু
গল্প লিখিনা
মিছে দিয়ে মিছামিছি।
আমি লিখে যাই
না বলা কথা
পিছে পরে আছে যারা,
আমার ভাষায়
অনেক দৈন্যতা
আমি ভাঙ্গি লৌহ কপাট কারা।
আমার গায়ে
ঘামের গন্ধ
মাটির গন্ধ সাথে,
আমার তালুতে
পাথরের চিহ্ন
স্বপ্ন দেখিনা পূর্ণিমা রাতে।
সুগন্ধি আমার
সয়নাকো মোটেও
এসব আমি ঘৃণা করি,
রঙিন জল
ছিটিয়ে গায়ে
রাখিনা নিজেকে আড়াল করি।
আজকে সমাজে
বাবু যারা সাজে
খুব করে চিনি আমি,
মোটা কাপড়ে
জীবন কেটে যায়
আমার লাগেনা কোট টাই দামিদামি।
আমায় দেখিলে
ছালাম করেনা কেউ
কি ই বা আছে তার দরকার ?
আমার কলম
প্রতিবাদ করে
কানে লাগে যদি শোষিতের চিৎকার।
আমার বন্ধুরা
ফুটপথে থাকে
দেবতার মতো তারা,
আমিই তাদের
পরম আত্মীয়
আছে যতো সর্বহারা।
বন্ধুগো তাই
আমি লিখে যাই
আগামী দিন হবে আমাদের,
আগামী পৃথিবী
আমাদেরই হবে
শোষিতের বঞ্চিতের।