সম্প্রতি আমি পেয়েছি এক
চরম ছাড়পত্র,
তাই লিখে যাই
অপ্রতিরুদ্ধ বিদ্রোহ কথা
অহোরাত্র।
আমায় তোমরা শিকল দেখাও
বেড়িরো দেখাও ভয়,
জেনে রেখো
এ প্রতিবাদ এ বিদ্রোহ আর
থামার নয়।
রক্ত চক্ষু ভয় পাইনা আমি
মৃত্যু রে দিয়েছি ছুটি,
জেনে নাও
এ পৃথিবীর সকল বাঁধন
দিয়েছি আমি টুটি।
পৃথিবীতে যতো
ঘুমিয়ে রয়েছে প্রতিবাদী প্রাণ,
আজকে আমি লিখেছি চিঠি এক
আগ্নেয়গিরির কাছে
জেগে উঠার আহ্বান।
বঞ্চিতেরা জাগো, চেয়ে দেখো ঐ
সূর্য হয়েছে লাল,
এক্ষুণি আঁধার যাবে যে কেটে
সংকেত পেয়েছি
আসছে নতুন সকাল।