ধূসর আকাশে হিমের ছোঁয়া  
শিউলী ফুলে সেজেছে ধরণী,  
প্রকৃতি যেন তার মায়াবী ডাকে  
দিয়ে যায় আলতো হাতছানি।
  
স্নিগ্ধ শিশিরে ভিজে যায় পাতা  
মৃদু বাতাসে নুয়ে পড়ে শাখা,  
শিউলী ঝরে, বরণ করে ভূমি  
নিশীথের আঁচলে তারার লেখা।
  
প্রভাতের আলোয় শিউলীর গন্ধ  
মনমুগ্ধা প্রান্তর জুড়ে ছড়ায়,  
পথিক থামে, হেলে পড়ে চোখ  
প্রকৃতির মধুর সুরে মন হারায়।
  
শিশিরে সিক্ত, শিশিরে ভেজা  
শিউলীর ঘ্রাণে ভরে চারিপাশে,  
প্রকৃতির এই শিউলী বরণে  
মনে হয় যেন স্বর্গ নেমে আসে।