সখী ! সখা মোর কোথায় কতো দুর
লুকাল ত্যাগী মোরে,
কতদিন এ কৃষ্ণ রজনী পোহাবো একা বিরহিণী
বিরহনলে পুড়ে।
হৃদয়ামন জুড়ে রেখেছি মোর কুন্জরে
অতি যতন করে ,
বন্ধু নামের মালা গাঁথি আমি সারা বেলা
ভাসিয়া অশ্রু নীরে।
সখী ! আমি ভাগ্যহীন পেলাম শুধু যাতনা
এ জ্বালা আর সহেনা,
আমার শয়নে স্বপনে ঘুমন্ত জাগরনে
সখা মোরে দেয় বেদনা।
এই বুঝি ভালোবাসা অন্তরে অদম্য আশা
শত ব্যর্থতার মাঝে,
জাগিয়া অহর্নিশি বাতায়নে একা বসি
এ আঁখি সখারে খোঁজে।