এলোমেলো করে চুল, উড়ে পাগলা হাওয়ায়,
প্রিয়া আমার, আমায় ছেড়ে ঐ চলে যায়।
কোন সুখের নেশায়, কোন আশায় করে দিয়ে পর,
আমার সাজানো বাগান, ভেঙে ভালোবাসার ঘর।
কষ্টের অথই সরোবরে, আমি আজ বড় একা,
জানি এ জীবনে আর, পাবোনা কোনদিন তোমার দেখা।
তবুও মনের গহিনে, খেলে যায় এক ঝলক ঢেউ,
তুমি তো ছিলে আমার, ছিলো না তোমার কেউ।
কষ্টে হৃদয় পূর্ণকরে, চলে গেলে দূর অজানায়,
আমি এখন একাকি, পড়ে আছি পরিপূর্ণ শূন্যতায়।
রাতের বুকে উঠে চাঁদ, আমি কাঁদি ভেবে স্মৃতিগুলো,
হয়ে যায় পাখি ডাকা ভোর, জীবনকে করে এলোমলো।
বিরহ প্রহর আমার, কাটে এখন দিবানিশি,
যন্ত্রণা বুকে নিয়ে, নিজে নিজেই নিদারুণ হাসি।
এই কি জীবন আমার, তুমি ছাড়া প্রতিটি ক্ষন,
কেঁদে চলে চলছে কেঁদে, প্রিয় আমার পাগল মন।
যাও তুমি চলে যাও, যতো পারো দূরে আরো দূরে,
ভালোবাসবো আমি, রাখবো তোমাকে আমার মনের নীড়ে।
যদি ফিরে আসো তুমি, কোনদিন কোন অবেলায়,
দেখে নিও প্রিয়া আমার, তুমি ছাড়া আমি কত শূন্যতায়।